thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

ডিএসসিসি’র কম্পিউটার অপারেটর বরখাস্ত

২০২০ জুন ২২ ১৫:৫৫:৪২
ডিএসসিসি’র কম্পিউটার অপারেটর বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইসহাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) ডিএসসিসি সচিব আকতারুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশ তাকে বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চাকরি বিধিমালা ২০১৯' এর বিধি ৪৯ (খ) ও (চ) মতে যথাক্রমে অসদাচরণ এবং আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিভাগীয় মামলা রুজুসহ তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে মোতাবেক একই বিধিমালার বিধি ৫৫ (১) মতে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মো. ইসহাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি সংস্থার বিভিন্ন রাজস্ব খাতের প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা করপোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

এর আগে গত মাসে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও উপ প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে বরখাস্ত করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২২জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর