thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

রোনালদো-দিবালার গোলে জিতলো জুভেন্টাস

২০২০ জুন ২৩ ০৯:৪৬:০৪
রোনালদো-দিবালার গোলে জিতলো জুভেন্টাস

দ্য রিপোর্ট ডেস্ক: কোপা ইতালিয়ার ফাইনালে ব্যর্থ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাননি গোলের দেখা। তার দলও পায়নি শিরোপার দেখা। তবে সেই ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

সোমবার (২২ জুন) রাতে ইতালিয়ান সিরি’আ লিগের ম্যাচে গোল পেয়েছেন পর্তুগীজ সুপারস্টার। গোল পেয়েছেন তার আর্জেন্টাইন সতীর্থ পাওলো দিবালাও। তাতে বোলোগ্নাকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। যদিও ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানিলো।

এই জয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান কিছুটা মজবুত করলো তুরিনের ওল্ড লেডিরা।

বোলোগ্নার ঘরের মাঠ রেনাটো দাল’আরায় ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এ সময় মাতিয়াস ডি লিটকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন বোলোগ্নার স্টেফানো ডেন্সউইল। পেনাল্টি পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো।

চলতি মৌসুমে এটি ছিল তার ২২তম গোল। অবশ্য আজ হ্যাটট্রিক পেতে পারতেন তিনি। কিন্তু বোলোগ্নার গোলরক্ষক লুকাসজ স্কোরুপস্কি দুর্দান্ত দুটি সেইভে বঞ্চিত করেছেন রোনালদোকে।

৩৬ মিনিটে পাওলো দিবালা গোল করে ব্যবধান বাড়ান। তাকে গোলে সহায়তা করেন ফেদেরিকো বার্নার্ডেসচি। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে জুভেন্টাস।

বিরতি থেকে ফিরে আর কোনো গোলের দেখা পায়নি তারা। উল্টো যোগ করা সময়ে (৯০+১) বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দানিলো। অবশ্য গোল করতে পারেনি বোলোগ্নাও।

এই জয়ে ২৭ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো জুভেন্টাস। ২৬ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট সংগ্রহ করে জুভাদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে লাৎসিও। ২৬ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে তৃতীয় স্থানে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর