thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

কেন্দুয়ায় বিএনপির ৭ কর্মী আটক

২০১৩ নভেম্বর ১০ ১৭:১০:২২
কেন্দুয়ায় বিএনপির ৭ কর্মী আটক

নেত্রকোনা সংবাদদাতা : ১৮দলীয় জোটের ৮৪ ঘণ্টার হরতালের সমর্থনে পিকেটিংয়ের দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় শনিবার রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বিএনপি সমর্থক ঝিনুক খান, বাবুল মিয়া, কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা গ্রামের রতন মিয়া, চৌমুরিয়া গ্রামের আ. মান্নান, পৌরশহরের কান্দিউড়া গ্রামের আবু বকর, সাউদপাড়া গ্রামের আরিফুজ্জামান আরিফ ও তুরুকপাড়া গ্রামের জিয়াউর রহমান।

এ বিষয়ে রবিবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির চেষ্টার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম হিলালীর পৌরশহরের বাসায় শনিবার রাতে তল্লাশি চালানোর বিষয়টিও স্বীকার করেন তিনি।

(দিরিপোর্ট২৪/এফএস/এনডিএস/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর