thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কাদা না ছুড়ে সংকট সমাধানে পরামর্শ দিন: বিএনপিকে কাদের

২০২০ জুন ২৬ ১৫:২৭:০২
কাদা না ছুড়ে সংকট সমাধানে পরামর্শ দিন: বিএনপিকে কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: কাদা ছোড়াছুড়ি না করে করোনা সংকট সমাধানে কোনো পরামর্শ থাকলে তা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন কোনো রাজনীতির সময় নয়। একটাই রাজনীতি; সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার বন্ধ করে সংকট সমাধানে কোনো পরামর্শ থাকলে দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

শুক্রবার দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি করোনা সংকটের শুরু থেকেই দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসেবে বেছে নিয়েছে। এতে বিএনপি'র আদৌ জনসমর্থন বেড়েছে কি? শেখ হাসিনা সরকার শুরু থেকেই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহসহ অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের করোনা মোকাবিলায় কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি আমাদের প্রতিবেশী ভারত, চীন যাদের প্রথম কোনো সংক্রমণ হয়েছিল, একটি দেশেরও কী তিনি উদাহরণ দিতে পারবেন? যে তাদের করোনা মোকাবিলার পূর্ব পরিস্থিতি ছিল? একটি দেশেরও কী নাম বলতে পারবেন তাদের চিকিৎসা সামগ্রী হাসপাতাল ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ছিল না? শুধু সমালোচনা করতে হবে বলেই আপনারা অনবরত জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন।

সরকার তথ্য গোপন করছে- বিএনপি এমন অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, বিএনপি অভিযোগ করেছে সরকার নাকি তথ্য গোপন করছে। প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোনো সুযোগ আছে কী? সরকারের সেই ইচ্ছাও নেই। সরকারের নানান সীমাবদ্ধতা আছে। সেসব সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দেশে সোয়া এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মাঝে আল্লাহর রহমতে ৫০ হাজারের বেশি সুস্থ হয়েছেন। সংখ্যাগত হিসেবে এটিও কম নয়।

‘চিকিৎসক-নার্স টেকনিশিয়ান সহ ফ্রন্টলাইনে পুলিশ-সেনাবাহিনী, জনপ্রশাসন জীবনবাজি রেখে কাজ করছে। সেবা দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে। কই বিএনপি তাদের ধন্যবাদ দিয়ে কথা বলে না। তাদের মনোবল যাতে ভেঙে না যায় তা নিয়ে বক্তব্য রাখেন না। ৫০ হাজার মানুষ সুস্থ হয়েছে সেটা বিএনপি দেখেনা। নেতিবাচকতা তাদের এতই গ্রাস করেছে যে তারা দিনের আলোতেও রাতের আঁধার দেখতে পায়।‘

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা এ সঙ্কটে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছি। এখন কোনো রাজনীতির সময় নয়, একটাই রাজনীতি সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো।

এই অসময়ে জনগণ কাদা ছোঁড়াছুঁড়ি চায় না। এটা মানুষ পছন্দ করে না। অথচ এমন আজগুবি তথ্য তারা দেয় তার জবাব না দিয়ে পারা যায় না। আমরা তাদের উস্কানিমূলক এবং জনবিরোধী অপলাপে অংশ নিতে চাই না। সরকার সব সময় সকল দলের সহযোগিতা চেয়ে আসছে। যে কোন গঠনমূলক পরামর্শ কিংবা ভুল ধরিয়ে দিলে সেটা গ্রহণ করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। বৈশ্বিক এ মহামারী ফেস করতে প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে। সরকারও বসে নেই। এই সমস্যা থেকে উত্তরণের কোনো সাজেশন তো বিএনপি রাখছে না, শুধু অন্ধ সমালোচনাকে রুটিন ওয়ার্ক হিসেবে বেছে নিয়েছে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন শেখ হাসিনা সরকারের নিরলস প্রয়াসে সহযোগিতা করুন। সংকট সমাধানে কোনো পরামর্শ থাকলে দিন। চিরায়ত ভঙ্গিতে মিথ্যার গদ্য চয়ন বন্ধ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর