thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগিরই কাজ শুরু করবো : বিপ্লব বড়ুয়া

২০২০ জুন ২৬ ২০:১৩:০২
সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগিরই কাজ শুরু করবো : বিপ্লব বড়ুয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শুক্রবার (২৬ জুন) রাতে নিজ ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জানাজার পর দিন থেকেই গত ১৩ দিন ধরে আমার সরকারি বাসায় রয়েছি। কাউকে জানানোর মতো তেমন কিছু নয়, আমি এবং আমার পরিবারের সব সদস্য পরম করুণাময়ের কৃপায় ও আপনাদের সকলের আশীর্বাদে এখনো পর্যন্ত ভালো আছি। আপনারা যারা খোঁজখবর নিচ্ছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারব বলে আশা করছি। আপনারা দোয়া রাখবেন।

বিপ্লব বড়ুয়ার বিশ্বস্ত সূত্র জানায়, গত ১৭ জুন তার সরকারি গাড়ির চালকের করোনা শনাক্ত হয়।পরে একে একে পরীক্ষায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় শনাক্ত হয়। বিপ্লব বড়ুয়া বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। হালকা কাশি ছাড়া তার বড় কোনো উপসর্গ বা শারীরিক সমস্যা নেই বলেও সূত্রটি দাবি করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর