thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মোসাদ্দেক হত্যায় অভিযুক্ত সোহেল বন্দুকযুদ্ধে নিহত

২০২০ জুন ২৭ ১০:১৯:৪০
মোসাদ্দেক হত্যায় অভিযুক্ত সোহেল বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মোসাদ্দেকুর রহমান হত্যায় অভিযুক্ত সোহেল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি শফিউল কবির। তবে তাৎক্ষণিক এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে সোমবার বিকেলে উপজেলার বারদোনা আদর্শপাড়া এলাকায় সোহেল ও তার সহযোগীদের ছুরিকাঘাতে নিহত হন মোসাদ্দেক। এ সময় মোসাদ্দেকের ছোট ভাই ফয়সাল আহত হন।

নিহত মোসাদ্দেক ওই এলাকার মাহবুবুর রহমানের ছেলে।

মোসাদ্দেকের ভাতিজা মোহাম্মদ মহসীন জানান, সম্প্রতি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে মাদক ব্যবসায়ী সোহেলের রোষানলে পড়েন মোসাদ্দেক। এর জেরে সোমবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে সোহেল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোসাদ্দেককে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর