thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ব্যাংক প্যাকেজ বাস্তবায়ন না করলে আমানত তুলে নেয়ার প্রস্তাব

২০২০ জুন ২৭ ১৪:৫১:০৬
ব্যাংক প্যাকেজ বাস্তবায়ন না করলে আমানত তুলে নেয়ার প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ঝুঁকি মোকাবিলায় যেসব ব্যাংক সরকার ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণে অসহযোগিতা করবে সেসব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবন থেকে প্রস্তাবিত বাজেট বিষয়ক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এসময় শেখ ফাহিম বলেন, যেসব ব্যাংক সরকারি ঋণ প্রণোদনা বাস্তবায়ণে আন্তরিকতার সঙ্গে কাজ করছে তাদের সরকারি আমানত বাড়নো উচিত।

এফবিসিসিআই সভাপতি বলেন, করোনা ক্ষতি মোকাবিলায় দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক ক্রেডিট সিস্টেম অনুযায়ি দেশের প্রায় ৮৪ ভাগ ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তা ঋণ পাওয়ার যোগ্যতা রাখেনা উল্লেখ করে তাদের জন্য ব্যাংকগুলোকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় প্রস্তাবিত বাজেটে ভ্যাট ও কর সংক্রান্ত কিছু অসংগতি তুলে ধরেন। ২০১২ সালে ভ্যাট আইন বাস্তবায়নে রাজস্বা কর্মকর্তাদের ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। ভ্যাট আইন বাস্তবায়ণে অযোগ্য সরকারি কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর