thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মাশরাফি ও তার ভাই সুস্থ আছেন

২০২০ জুন ২৮ ০৭:১০:৪৩
মাশরাফি ও তার ভাই সুস্থ আছেন

দ্য রিপোর্ট ডেস্ক: সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কোনো স্বাস্থ্য জটিলতায় ভুগছেন না বলে তার পরিবার জানিয়েছে।

গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে তার। এরপর থেকে ডানহাতি এ পেসার নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মাশরাফির অ্যাজমা থাকায় তার পরিবার এবং ভক্তদের জন্য ভয়ের যথেষ্ট কারণ ছিল। তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক্স-রে করার পরে চিকিৎসকরা বলছেন অ্যাজমা সত্ত্বেও মাশরাফি ভালো আছেন।

মাশরাফির পর তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও করোনভাইরাসে আক্রান্ত হন। শনিবার সংবাদমাধ্যমকে মুরসালিন বলেছেন, তিনি এবং মাশরাফি সুস্থ আছেন।

মুরসালিন বলেন, ‘ভাইয়া ভালো আছেন। তিনি কোনো বিষয়ে খারাপ অনুভব করছেন না। আমরা বিশ্বাস করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে আমি শ্বাসকষ্ট অনুভব করছি, তবে এটি তেমন সমস্যা নয়। দয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

প্রসঙ্গত, ক্রিকটারদের মধ্যে মাশরাফির পরিবারই নয়, নাজমুল ইসলাম অপু ও নাফিস ইকবালের পরিবারও করোনায় আক্রান্ত হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর