thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

অর্থবিল ২০২০ সংসদে পাস

অর্থবিল ২০২০ সংসদে পাস

২০২০ জুন ২৯ ১৮:০১:০৯
অর্থবিল ২০২০ সংসদে পাস

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবারের অর্থ বিলে কোনও পরিবর্তন আসেনি। এই প্রথম প্রস্তাবিত বাজেটে কোনও রকম পরিবর্তনের ঘোষণা না দিয়েই জাতীয় সংসদে অর্থবিল পাস হলো। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুরোধে স্পিকার অর্থবিল ২০২০ জাতীয় সংসদে পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা অর্থবিলের বিভিন্ন অংশের সংশোধনী প্রস্তাব এনে বক্তব্য রাখেন।

সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক, আবুল হাছান মাহমুদ আলী, আলী আশরাফ, মশিউর রহমান রাঙার অর্থবিলের ওপর আনা কয়েকটি সংশোধনী প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন।

পরবর্তীতে এগুলো ভোটে দিলে তাও কণ্ঠভোটে পাস হয়।

মঙ্গলবার (৩০ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট পাশ হবে। এবং ১ জুলাই বুধবার থেকে নতুন বাজেট কার্যকর হবে।

সোমবার (২৯ জুন) সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবী অধিবেশন শুরু হলে সরকারি এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা বাজেটের ওপর আলোচনা করেন। পরবর্তীতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর