thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মালিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

২০২০ জুন ৩০ ০৮:২৩:০২
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মালিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতেবেদক: বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় সোমবার রাতে নৌ পুলিশের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে।

সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম সোমবার (২৯ জুন) রাতে রাইজিংবিডিকে বলেন, একজন এসআই বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার বাসীর আলি রাইজিংবিডিকে বলেন, বেপরোয়া লঞ্চ চালিয়ে মানুষ হত্যা ও ধাক্কা দিয়ে লঞ্চ দুর্ঘটনার জন্য দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলাটি হয়।

নৌ পুলিশ জানায়, ময়ূর-২ লঞ্চের মালিক মোফাজ্জল হামিদ ছোয়াদের বাড়ি মুন্সীগঞ্জে। তবে তিনি ঢাকায় থাকেন। মামলার অন্য আসামিরা হলেন—মাস্টার আবুল বাশার, জাকির হোসেন, ড্রাইভার শিপন হাওলাদার, মাস্টার শাকিল ও সুকানি নাসির।

প্রসঙ্গত, সোমবার অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটে ভেড়ানোর আগ চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর