thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এবার করোনায় আক্রান্ত মাশরাফির স্ত্রী সুমি

২০২০ জুলাই ০৭ ১০:১৭:২১
এবার করোনায় আক্রান্ত মাশরাফির স্ত্রী সুমি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই লড়াই করে যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। নড়াইলবাসীকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে পড়েন মারণ ভাইরাসটিতে। ২০ জুন মাশরাফির শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি জানা গেলে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মাশরাফি এখনো করোনামুক্ত হননি, এরইমধ্যে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমিও।

সোমবার (০৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভাল।

মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর