thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

এন্ড্রু কিশোরের জনপ্রিয় ২০ গান

২০২০ জুলাই ০৭ ১০:২৬:১৩
এন্ড্রু কিশোরের জনপ্রিয় ২০ গান

দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বাংলা সিনেমায় সর্বাধিক ১৫ হাজার গানে প্লেব্যাক করেছেন। চলচ্চিত্রে তার চেয়ে বেশি জনপ্রিয় গান আর কারও নেই। তিনি প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। বাংলা চলচ্চিত্রে এন্ড্রু কিশোরের গাওয়া জনপ্রিয় ২০টি গানের শিরোনাম এখানে উল্লেখ করা হলো।

১. আমার সারা দেহ খেয়ো গো মাটি

২. আমার বুকের মধ্যখানে

৩. আমার বাবার মুখে প্রথম যেদিন

৪. আমার গরুর গাড়িতে

৫. তোমায় দেখলে মনে হয়

৬. পড়ে না চোখের পলক

৭. প্রেমের সমাধি ভেঙে

৮. সবাই তো ভালোবাসা চায়

৯. হায়রে মানুষ রঙিন ফানুস

১০. বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

১১. ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না

১২. পৃথিবীর যত সুখ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি

১৩. আমি একদিন তোমায় না দেখিলে

১৪. তুমি আজ কথা দিয়েছ

১৫. আমি চিরকাল প্রেমের কাঙাল

১৬. এক বিন্দু ভালোবাসা দাও

১৭. আশা ছিল মনে মনে

১৮. চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর

১৯. জীবনের গল্প আছে বাকী অল্প

২০. ডাক দিয়াছেন দয়াল আমারে

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ৬ জুলাই সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর