thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

রাশিয়ার পর যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেললো ভারত

২০২০ জুলাই ০৭ ১০:৩২:০২
রাশিয়ার পর যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেললো ভারত

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে টপকানোর পর এক দিনে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেললো ভারত। ওয়ার্ল্ডও মিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। একই সময়ে কেবল ব্রাজিলেই এর চেয়ে বেশি ৫৮৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ( ৬ জুলাই) বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ দিনও ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২৮ হাজারেরও বেশি। তবে খুশির খবর হলো গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা অনেক কমে গেছে। এদিন দেশটিতে মৃত্যু হয়েছে মাত্র ২৮১ জনের।

করোনা ভাইরাসের মহামারিতে ভারতে এখন পর্যন্ত মোট ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই তুলনায় ব্রাজিলে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৪৮৭ জনের আর যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে এক লাখ ৩২ হাজার ৮৫০ জনের।

অন্য দেশের তুলনায় ভারতে একদিনে মৃতের সংখ্যা বাড়লেও মোট আক্রান্তের হিসেবে দেশটিতে মৃত্যুর হার কমছে। সোমবার ভারতে মৃত্যুর হার ছিল ২.৮ শতাংশ। এক সপ্তাহ আগে এই হার ছিল তিন শতাংশ আর দুই সপ্তাহ আগে তা ছিল ৩.২ শতাংশ।

সেই তুলনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হার ৪.৫ শতাংশ আর ব্রাজিলে ৪.১ শতাংশ। বিশ্ব জুড়ে করোনায় মৃতের হার ৪.৭ শতাংশ। করোনা ভাইরাসের মহামারিতে বর্তমানে শীর্ষ আক্রান্ত তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।

এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ১২ হাজার ৩৪৩ জন আর এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৩৯ হাজার ৭৬৭ জন। এ রোগে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ লাখ ২০ হাজার ৫৭ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর