thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পাপুল কুয়েতের নাগরিক নন, রেসিডেন্ট : পররাষ্ট্রমন্ত্রী

২০২০ জুলাই ১০ ১৪:২৭:২৯
পাপুল কুয়েতের নাগরিক নন, রেসিডেন্ট : পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে যে খবর বিভিন্ন সংবাদমাধ্যম দিয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পাপুলের কুয়েতে রেসিডেন্ট পারমিট থাকতে পারে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভুল সংশোধন করে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রীর ড. এ. কে. আব্দুল মোমেনের বক্তব্য কয়েকটি পত্রিকায় ‘ভুলভাবে’ প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে মোহাম্মদ শহিদ ইসলামকে কুয়েতের নাগরিক হিসেবে উল্লেখ করেননি। তিনি বলেছেন, মোহাম্মদ শহিদ ইসলাম বাংলাদেশ সরকারের কোনো ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে কুয়েতে যাননি এবং তিনি প্রায় ২৯/৩০ বছর কুয়েতে ব্যবসায় নিয়োজিত আছেন। তার হয়তো কুয়েতের রেসিডেন্ট পারমিট আছে।’

পাপুল কুয়েতের নাগরিক নন বলে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য এলো।

(দ্য রিপোর্ট/আরজেড/১০জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর