thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

অমিতাভের পর অভিষেকও করোনা আক্রান্ত

২০২০ জুলাই ১২ ১৫:২৪:০৭
অমিতাভের পর অভিষেকও করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক: অমিতাভ বচ্চনের পর অভিষেকও করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পর অমিতাভ বচ্চনকে গাড়িতে অভিষেক বচ্চনই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে অভিষেকের টেস্টও পজিটিভ আসে।

হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। শনিবার, ১১ জুলাই তাকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক স্বাস্থ্য ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে বলিউডে।

তবে এ বরেণ্য অভিনেতার অবস্থা স্থিতিশীল রয়েছে। নিজের অসুস্থতার কথা নিজেই জানালেন বিগ বি।

টুইট করে তিনি জানিয়েছেন যে করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।

মুম্বাইয়ের ভিলে পার্লেতে অবস্থিত এই নানাবতি হাসপাতাল। অমিতাভের জুহু-র বাড়ির খুব কাছেই হাসপাতালটি।

এদিকে ভক্তদের দুশ্চিন্তা না করে অমিতাভের জন্য দোয়া করার আহবান জানিয়েছে এ অভিনেতার পরিবার।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর