thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ঈদে কাজী শুভর কন্ঠে রুমির পোড়া কপাল

২০২০ জুলাই ১২ ১৬:৩৩:৫৪
ঈদে কাজী শুভর কন্ঠে রুমির পোড়া কপাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: তরুন গীতিকার মামুন আফনান রুমির কথায় জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ র কন্ঠে ঈদে আসছে গান পোড়া কপাল।বিরহের এই গানটির সুর করেছেন সাব্বির বখতিয়ার ও সংগীত আয়োজন শামীম মাহমুদ এবং মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জামশেদ শামিম এবং জিম।

ভিডিও পরিচালনায় ছিলেন রাজিব হোসাইন নিলয় গানটি ইউটিউব চ্যানেল রেড বক্স মাল্টিমিডিয়া থেকে প্রকাশ করা হবে বলে বলা হয়েছে।

এ নিয়ে গীতিকার রুমি বলেন, “ আমি আমার আবেগ দিয়ে গানটি লেখার চেষ্টা করেছি। গানটি আমার খুব ভালো লেগেছে। আশা করি ফোক গান প্রেয় শ্রোতাদের মন ভরাতে পারবে আমার গানটি। আর কাজী শুভ ভাইয়ার সাথে এটাই প্রথম কাজ। আশা করি সবার ভালো লাগবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর