thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২০ জুলাই ১৩ ২০:৩১:০৫
শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়। এদিন সন্ধ্যায় ঢাকা মুখ্য মহানগর মাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করে।

তিন কোটি ৬৮ লাখ টাকা জালিয়াতির দুটি মামলায় তাকে গ্রেপ্তারে এ পরোয়ানা জারি হয়।

অভিযোগকারী রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত মাসুদ এন্টারপ্রাইজের মালিক। তিনি পৃথক দুটি মামলায় শাহেদের বিরুদ্ধে তিন কোটি ৬৮ লাখ টাকার মালামাল কিনে তা পরিশোধ না করার অভিযোগ আনেন।

আদালত উত্তরা পশ্চিম থানার ওসিকে ১৩ আগস্টের মধ্যে শাহেদকে হাজির করার নির্দেশ দেন।

অভিযোগে মাসুদ জানান, শাহেদ ২০১৮ সালে দুই দফায় তার কাছ থেকে মোট তিন কোটি ৬৮ লাখ টাকার নির্মাণ সামগ্রী কিনলেও টাকা পরিশোধ করেননি। উল্টো তাকে হুমকি দেন। তিনি এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর