thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইংল্যান্ডে সিরিজ জিতলে ক্যারিবীয়রা পাবে ২৫ লাখ টাকা

২০২০ জুলাই ১৫ ১৫:০৯:৩৮
ইংল্যান্ডে সিরিজ জিতলে ক্যারিবীয়রা পাবে ২৫ লাখ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা পরবর্তী যুগে মাঠে ফিরেই সাদা পোশাকের ক্রিকেটে চমক দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাউদম্পটান টেস্টে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে দলটি। এরফলে ৩ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার থেকে শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিততে পারলে সিরিজটাই হাতের মুঠোয় চলে আসবে ক্যারিবীয়দের। শেষ পর্যন্ত সেটি করতে পারলেই বোর্ডের কাছ থেকে বড় অঙ্কের বোনাস পাবে জেসন হোল্ডারের দল।

এমনিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ম্যাচ জেতার বোনাস দেয় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে এবার সংস্থাটি নিজের নিয়ম পাল্টাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে ২৩৮০০ পাউন্ড বা ২৫ লাখ ৩০ হাজার টাকা দেবে সংস্থাটি। যা আবার ভাগ করে দেওয়া হবে পুরো দলকে। এতে একেকজন খেলোয়াড়ের ভাগে পড়বে সর্বোচ্চ ১৮৭৫ পাউন্ড বা ২ লাখ টাকা।

এদিকে যদি পরের টেস্ট জিতে ঘুরে ইংল্যান্ড দাঁড়ায়, তবে তারা ম্যাচ ফি হিসেবেই পাবেন সাড়ে ছয় হাজার পাউন্ড বা ৭ লাখ টাকা। ম্যাচ ও সিরিজ জয়ের বোনাস হিসাব করলে জো রুটাদের প্রত্যেকের পাবেন ১৯৫০০ পাউন্ড বা ২০ লাখ টাকা করে। সব মিলিয়ে সিরিজ শেষে স্টোকসদের পকেটে ঢুকবে ৩৪ লাখ ৫৮ হাজার টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর