thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৫ রমজান 1446

রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের দাফন রবিবার

২০২০ জুলাই ১৭ ১৫:৩৮:০১
রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের দাফন রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব আবদুল হাইয়ের দাফন হবে আগামী রবিবার।

আজ শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের দাফন শনিবারের পরিবর্তে আগামী রবিবার বাদ জোহর মিঠামইনে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে।

শনিবার মিঠামইনে তার দাফন হবে বলে আগে জানানো হয়েছিল। ঢাকায় কোনো জানাজা হবে কী না সে বিষয়ে এখনও বঙ্গভবন থেকে কিছু জানানো হয়নি।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আবদুল হাই শুক্রবার প্রথম প্রহরে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি। লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর