thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বেক্সিমকোর বিরুদ্ধে মামলা করবে বিডিবিএল

২০১৩ নভেম্বর ১০ ১৭:৪৪:৩৬
বেক্সিমকোর বিরুদ্ধে মামলা করবে বিডিবিএল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেভলেপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। ঋণ পরিশোধের জন্য বিডিবিএলের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও ঋণের টাকা পরিশোধ করেনি বেক্সিমকো। যার পরিপ্রেক্ষিতে বিডিবিএল এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে উল্লেখ করা হয়, বিডিবিএলে পক্ষ থেকে বেক্সিমকোকে ১৮ কোটি টাকা ঋণ দেয়া হয়। গত ১৯৯৪ সালের ২৭ অক্টোবর থেকে ১৯৯৫ সালে ৩০ মে পর্যন্ত ঋণ পরিশোধের সময় ছিলো। কিন্তু চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির কাছে বিডিবিএলের পাওনা রয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকা। বারবার তাগিদ দেয়া হলেও ঋণের অর্থ পরিশোধ করছে না কোম্পানিটি।

এ অবস্থায় ঋণের টাকা পুনরুদ্ধারের জন্য অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বিডিবিএল। অর্থঋণ আদালত আইনের ১২ ধারা অনুসারে গাজীপুরে অবস্থিত কোম্পানির সম্পদের বিক্রির বিজ্ঞাপন সংক্রান্ত নোটিশ দেওয়া হবে।

(দিরিপোর্ট২৪/এনটি/এমডি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর