thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দুদকে কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু

২০২০ জুলাই ১৯ ১৪:১৫:৩০
দুদকে কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাকালে মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ক্রয়ে দুর্নীতি অনুসন্ধানের জন্য বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তাদের জিজ্ঞসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ তিন কর্মকর্তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। এদের মধ্যে একজন ইতিমধ্যেই দুদকে হাজির হয়েছেন। তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাকি দুজন এখনও এসে পৌছাননি বলে জানা গেছে।

প্রসঙ্গত যে, জিজ্ঞাসাবাদের জন্য দুদক কেন্দ্রীয় ঔষধাগারের মোট ছয় কর্মকর্তাকে তলব করেছে। আজ এদের মধ্যে তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। বাকি তিনজনকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে। আজ জিজ্ঞাসাবাদ করা হবে কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহানকে। আগামীকাল সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ব (স্টোর) ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১২ জুলাই দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক তলবি নোটিসের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর