thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

উত্তরার তিনটি হাসপাতালে অভিযান, ১০ লাখ জরিমানা

২০২০ জুলাই ২১ ০৯:৫৪:১৪
উত্তরার তিনটি হাসপাতালে অভিযান, ১০ লাখ জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নানা অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরায় শিন শিন, লেকভিউ ও আল আশরাফ হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ডিএমপির ভ্রাম্যমান আদালত। এর মধ্যে আল আশরাফ হাসপাতালটি অনুমোদন ছাড়ায় তিন বছর ধরে চলছে। শিনশিন ও লেকভিউকে নানা অনিয়মের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করলেও আল আশরাফের মালিকসহ সবাই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারিনি স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার দুপুরে অভিযানে যায় স্বাস্থ্য অধিদপ্তর, ঔষুধ প্রশাসন অধিদপ্তর ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে মালিকসহ সবাই পালিয়েছে আগেই। ফলে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থায় নিতে পারিনি অভিযানকারীরা।

রাজধানীর উত্তরার আল আশরাফ জেনারেল হাসপাতাল তিনবছর আগে চালু হয়েছিল। প্রতিষ্ঠানের মালিক ওসামা আমিন। কিন্তু নেই সরকারের অনুমোদন। কখনও আবেদনও করেনি। এতোদিন অনুমোদনহীন ভাবেই চলছিল হাসপাতালটি। আবার রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

নানা অনিয়মের অভিযোগে আরো দুটি হাসপাতালে অভিযান চালায় তারা। লাইসেন্সের মেয়াদ না থাকায়সহ বেশকিছু অনিয়মের অভিযোগে উত্তরার লেকভিউ স্পেশালাইজ হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা ও অনুমোদন না থাকায় তাদের ফার্মেসি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। রোগী সরিয়ে হাসপাতালটি সিলগালা করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সুপারিশ করবে ডিএমপি।

ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি স্থাপন না করেই ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ও হাসপাতালের ফার্মেসিতে ফল ও জুসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে শিন শিন জাপান হাসপাতালকেও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর