thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

করোনায় মারা গেছেন আইন মন্ত্রণালয়ের সচিব

২০২০ জুলাই ২২ ১১:১৮:৫৯
করোনায় মারা গেছেন আইন মন্ত্রণালয়ের সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইন মন্ত্রণালয়ের পাঠানো্ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৭ জুলাই নমুনা পরীক্ষায় কারা কোভিড পজিটিভ আসেন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এই সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইন মন্ত্রণালয়ের এই সচিবের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

(দ্য রিপোর্ট/আরজেড/২২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর