thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনাভাইরাস টিকা আবিষ্কারে চূড়ান্ত পর্যায়ে ৩টি টিকা

২০২০ জুলাই ২২ ১৬:২৫:২৭
করোনাভাইরাস টিকা আবিষ্কারে চূড়ান্ত পর্যায়ে ৩টি টিকা

দ্য রিপোর্ট ডেস্ক: দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে করোনাভাইরাস। তাই মৃত্যুহারও বাড়ছে হু হু করে। এ থেকে বাঁচার একমাত্র পথ টিকা। কিন্তু এখনো পর্যন্ত এ টিকায় আবিষ্কার করতে পারেনি কোন কোম্পানি বা প্রতিষ্ঠান। তবে জাতিসংঘের সর্বশেষ ২০ জুলাইয়ের তথ্য অনুযায়ী বিশ্বে টিকা বানাতে ১৭৩ উদ্যোগ চলছে। এরমধ্যে ৩টি কোম্পানি টিকা আবিষ্কারের তৃতীয় ধাপে রয়েছে।

এদিকে এখনো ১৪০টি টিকার মানবদেহে পরীক্ষা শুরু হয়নি। একে বলা হয় প্রিক্লিনিক্যাল ট্রায়াল। বিজ্ঞানীরা এখনো এসব টিকা নিয়ে গবেষণা করছেন, পশু বা প্রাণীর ওপর প্রয়োগ করে কার্যকারিতা যাচাই করছেন।

এখন পর্যন্ত ১৯টি টিকার কার্যক্রম রয়েছে প্রথম পর্যায়ে অর্থাৎ ক্লিনিক্যাল টেস্টিং শুরু হয়েছে। এর ফলে মানুষের ছোট একটি গ্রুপের ওপর টিকাটি প্রয়োগ করে দেখা হয় যে, এটা নিরাপদ কিনা। সেই সঙ্গে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় কতটা প্রভাব ফেলে, তাও যাচাই করা হয়। এদিকে ১১টি টিকা রয়েছে দ্বিতীয় পর্যায়ে, যেখানে এসব টিকা কতটা নিরাপদ, তা যাচাই করে দেখা হচ্ছে। এই পর্যায়ে কয়েকশ’ মানুষের ওপর টিকার পরীক্ষা করে বিজ্ঞানীরা এর নিরাপত্তা আর সঠিক মাত্রা নিরূপণের চেষ্টা করেন।

বিশ্বে এখন পর্যন্ত তিনটি টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরুর পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে কয়েক হাজার মানুষের ওপর টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয় যে, সেটা কতটা নিরাপদ, কতটা কার্যকর এবং বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হয় কিনা। তার মানে আগামী কয়েক মাসের মধ্যেই করোনার টিকা মানুষের হাতে পৌঁছাবে। আপাতত এ আশায় অপেক্ষায় রয়েছেন সবাই।

(দ্য রিপোর্ট/আরজেড/২২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর