thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গৃহীত হলো আজাদের পদত্যাগপত্র

২০২০ জুলাই ২২ ১৯:৫২:২০
গৃহীত হলো আজাদের পদত্যাগপত্র

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

গতকাল তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায়। প্রধানমন্ত্রী পদত্যাগ গ্রহণ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেন। এরপর নথিটি যায় মহামান্য রাষ্ট্রপতির কাছে। মহামান্য রাষ্ট্রপতি কিছুক্ষণ আগে এই নথিতে অনুমোদন দিয়েছেন বলে জোনা গেছে।

এরফলে বিতর্কিত অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের দায়িত্বের অবসান ঘটলো। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, আজ অথবা আগামীকালই তারা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানাচ্ছে, প্রজ্ঞাপন জারির পরই নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর