thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক ডা. এনায়েত

২০২০ জুলাই ২৩ ১৬:৪৫:৫৮
স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক ডা. এনায়েত

দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য বিদায় নেওয়া অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্ত‌রের মহাপরিচালক (ডিজি) ‌হি‌সে‌বে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য যে, তীব্র বিতর্ক এবং সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গত ২১ জুলাই পদত্যাগ করেন। গতকাল তার পদত্যাগপত্র গৃহীত হয়। অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্ত‌রের মহাপরিচালকের দায়িত্ব পালনের আগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। সৎ এবং মেধাবী কর্মকর্তা হিসেবে তিনি সুপরিচিত।

অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের স্থলাভিষিক্ত হলেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক। তিনি স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর