thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

তৃতীয়বারেও করোনা পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্টের

২০২০ জুলাই ২৩ ১৭:০৬:৪৬
তৃতীয়বারেও করোনা পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্টের

দ্য রিপোর্ট ডেস্ক: তৃতীয়বারের মতো করোনা পজিটিভ এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রয়েছেন।

বোলসোনারো সরকারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার তার দেহে তৃতীয়বারের মতো করোনার পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

এদিকে, করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন বলে জানিয়েছেন বোলসোনারো। অনেক দেশই ইতোমধ্যে করোনার চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা শুরু করেছে। তবে বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে বিতর্ক রয়েছে এবং ম্যালেরিয়ার এই ওষুধ করোনার চিকিৎসায় কার্যকর কিনা আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে গত বুধবারও করোনার পরীক্ষা করিয়েছিলেন বোলসোনারো। সে সময় সামাজিক মাধ্যমে হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর