thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

এবার চীনে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ

২০২০ জুলাই ২৪ ১৪:৩৭:২৩
এবার চীনে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক: টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশকে আমেরিকার ‘নজিরবিহীন স্পর্ধা’ উল্লেখ করেছিল চীন। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা বৃহস্পতিবার। পরদিনই এলো পাল্টা জবাব। শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিলো চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে তারা।

চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার ৭২ ঘণ্টার মধ্যে হিউস্টনে অবস্থিত কনস্যুলেট বন্ধ করতে বলে আমেরিকা। চীনা কনস্যুলেট ভবনের আঙিনায় কিছু নথি পুড়িয়ে ফেলার একটি ভিডিও প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এমন সিদ্ধান্ত আসে।

আর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ওয়াশিংটন ও বেইজিংয়ের টানাপড়েন সম্পর্ক আরও তাতিয়ে দেয়। করোনাভাইরাস মহামারির পর থেকে দুই দেশের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পড়েছে। ভাইরাসটি ছড়ানোর জন্য সরাসরি চীনকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া হংকং নিরাপত্তা আইন, দক্ষিণ চীন সাগরে আধিপত্য, বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে বিরোধ বাড়তে থাকে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, করোনাভাইরাসের টিকার গবেষণার তথ্য চুরি করার চেষ্টা করছে চীনা হ্যাকাররা। হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিককে অভিযুক্ত করেছে তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর