thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

গুলিস্তানে বোমা সদৃশ বস্তু উদ্ধার

২০২০ জুলাই ২৬ ০৯:৩১:৩০
গুলিস্তানে বোমা সদৃশ বস্তু উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তা থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তানে একজন ট্রাফিক সার্জেন্ট তার ব্যক্তিগত মোটরসাইকেল রাখেন। কিছুক্ষণ পর তিনি সেখানে এসে দেখতে পান, মোটরসাইকেলের পেছনে একটা ব্যাগ ঝুলছে। ব্যাগের ভেতর বোমা সদৃশ বস্তু পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেকে আনা হয় বোস্ব ডিসপোজাল দলকে। তারা পরীক্ষা করে জানান, এটি বোমা নয়। এর ভেতরে রয়েছে বালু ও বোতল।

শনিবার রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক রাইজিংবিডিকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে আনা হয়। কে বা কারা বস্তুটি রেখে গেছে, তা জানা যায়নি। নানা পরীক্ষা-নিরীক্ষা এবং টেকনোলজি ব্যবহার করে দেখে যায় সেটি আসলে বোমা নয়।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর