thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আজ ভার্চুয়াল আদালতে সাহেদ

২০২০ জুলাই ২৬ ০৯:৩৫:০২
আজ ভার্চুয়াল আদালতে সাহেদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্ব প্রতারক তকমা পাওয়া রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে ১০ দিনের রিমান্ড শেষে আজ ভার্চুয়াল আদালতে তোলা হয়েছে। আজ রোববার সকাল ৯টা নাগাদ র‍্যাব তাকে ঢাকার সিএমএম কোর্টের ভার্চুয়াল আদালতে তুলেছে বলে জানা গেছে। র‍্যাব সূত্রে এটাও জানা গেছে যে, সাতক্ষীরার অস্ত্র মামলায় আজ সাহেদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

এ ব্যাপারে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তাফা সারোয়ার গতকাল জানান, সাহেদের দেয়া অনেক তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে রিমান্ড শেষ হওয়ায় সাহেদকে ভার্চুয়াল আদালতে তোলা হবে। পরে অস্ত্র মামলায় তার রিমান্ড চাইবেন র‌্যাব-৬-এর তদন্ত কর্মকর্তা।

রিমান্ডে বিভিন্ন প্রতারণার কথা সাহেদ স্বীকার করেছেন বলে জানিয়েছে বাহিনীটি। আটকের পর রিমান্ডের ১০ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশের কাছে ৬ দিন ছিল সাহেদ। পরে র‌্যাব এর কাছে মামলা হস্তান্তর হলে বাকি ৪ দিন জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর