thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

অফিসিয়ালি ডাকব, যা খুশি জিজ্ঞাসা করার করবেন: আবুল বাসার

২০২০ জুলাই ২৬ ১৬:২৬:৩৭
অফিসিয়ালি ডাকব, যা খুশি জিজ্ঞাসা করার করবেন: আবুল বাসার

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের বলেছেন, অফিসিয়ালি আপনাদের ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করার করবেন।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে এসে প্রথমে তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুপুর ২টার দিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নানের সঙ্গে স্বাক্ষাত করেন।

আধাঘণ্টা পর আবারও মন্ত্রীর দপ্তরে ফেরেন ডিজি।

নানা অভিযোগে পদত্যাগী ডা. আবুল কালাম আজাদের অবসানের পর নিয়োগ পেয়ে মন্ত্রী-সচিবের সঙ্গে এটাই তার প্রথম স্বাক্ষাত।

কঠিন সময়ে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব নিলেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাই- প্রশ্নে ডিজি বলেন, আমি আজকে জয়েন করেছি, সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। মন্ত্রী মহোদয় ও দুই সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাকে কিছু দিক-নির্দেশনা ওনারা দিয়েছেন, আরও দেবেন। আমরা আসলে মিটিংটা শেষ করতে পারিনি। যেহেতু মন্ত্রী মহোদয়ের তাড়া আছে উনি যাবেন। আমরা বেরিয়ে এসেছি।

‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করার করবেন। এই মুহূর্তে আমি আসলে এর বেশি কিছু বলতে পারব না। ’

স্বাস্থ্যখাত নিয়ে যে প্রশ্ন আছে, সেই বিষয়ে আপনার প্রতিশ্রুতি কী থাকবে- জানতে চাইলে মহাপরিচালক বলেন, আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব।

নতুন ডিজি বলেন, আপনাদের কাছে অনুরোধ, কারণ মিডিয়া আমাদের সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারব।

‘আপনারা আমাদের ভালো কাজগুলোর মূল্যায়ন করেন, আর খারাপ কাজ হলে সেটার সমালোচনা করবেন এই তো কথা। ’

আগের দিন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাসার।

ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. বাসারকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদেশ জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

একই দিন দুপুরে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। পদত্যাগের দিন থেকেই তার নিয়োগ বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর