thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই

২০২০ জুলাই ২৮ ০৯:৩৪:৫৫
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভোর ৪ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতু্যকালে তার বয়স হয়েছিলে ৪৯ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে রাত দেড়টার দিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এর আগে হাসপাতালে দেখতে গিয়েছিলেন হাবিবুর নবী খান সোহেল, ইশরাক হোসেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল যুবদল, ছাত্রদল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

ইশরাক হোসেন তার ফেসবুক পেজে শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর