thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

করোনায় মারা গেছেন বিশিষ্ট সার্জন অধ্যক্ষ ডা. টি আই এম আবদুল্লাহ

২০২০ জুলাই ২৯ ০৮:১২:৪৫
করোনায় মারা গেছেন বিশিষ্ট সার্জন অধ্যক্ষ ডা. টি আই এম আবদুল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজের কর্মস্থল পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন তিনি।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এফডিএসআরের তথ্য মতে, দেশে এ পর্যন্ত ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১১ জন চিকিৎসক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর