thereport24.com
ঢাকা, বুধবার, ২ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৬ মহররম 1447

ভাষানটেকে বস্তির আগুন নিয়ন্ত্রণে

২০২০ জুলাই ৩০ ২০:১০:১২
ভাষানটেকে বস্তির আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকার জামালকোট বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জিয়াউর রহমান জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর