thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশিদের জন্য কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

২০২০ জুলাই ৩১ ০৯:১২:৩৭
বাংলাদেশিদের জন্য কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা পরিস্থিতি কিছুটা ঠিক হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের বেশিরভাগ দেশের নাগরিকই এখন থেকে কুয়েতে প্রবেশ ও বের হতে পারবেন। তবে কয়েকটি দেশের নাগরিকদের ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা বলবত থাকবে। এরমধ্যে বাংলাদেশও রয়েছে।

করোনা পরিস্থিতিতে গত পহেলা জানুয়ারি থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। বর্তমানে তা শিথিল করা হলেও বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহালই থাকছে।

বৃহস্পতিবার কুয়েতের বেসামরিক বিমান কর্তৃপক্ষের দেয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয় ‘মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিভিন্ন দেশের নাগরিকরা কুয়েতে প্রবেশ ও বের হতে পারবে।’ তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইরান ও নেপালের নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে না। এসব দেশের নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কুয়েতে প্রবেশ করতে পারবেন না। একইসাথে এসব দেশে অন্তত ১৪ দিন অবস্থান করছেন এমন অন্য দেশের নাগরিকরাও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।

এই নির্দেশ মানতে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর