thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

অক্ষয় কুমারের নতুন ছবির ঘোষণা

২০২০ আগস্ট ০৪ ১৫:১৮:৩৫
অক্ষয় কুমারের নতুন ছবির ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক: কোনো উৎসব বাকি রাখছেন না অক্ষয়কুমার। রাখিবন্ধন উপলক্ষেও নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন তিনি। তার নতুন ছবির নাম ‘রক্ষা বন্ধন’। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। আগামী বছর নভেম্বর মাসে ছবিটির মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

অক্ষয়ের হাতে ছবির অভাব নেই। ‘বেল বটম’-এর শুটিং এর জন্য এ মাসেই তার লন্ডন যাওয়ার কথা। এরপর অক্টোবরের দিকে তিনি আনন্দের পরিচালনায় শুরু করবেন ‘অতরঙ্গি রে’। ছবিতে তার সঙ্গে রয়েছেন সারা আলি খান এবং ধনুষও।

অক্ষয়ের নতুন ছবির বিষয়ে তার বক্তব্য, এত তাড়াতাড়ি আমার ক্যারিয়ারে কোনো ছবি সাইন করিনি। এই ছবির গল্প এতটাই মনের কাছের যে, সঙ্গে সঙ্গে একটা ছাপ ফেলে দেয়।

অক্ষয়ের দীর্ঘ ক্যারিয়ারে অনেক পরিচালকের সঙ্গেই তার সখ্যতা গড়ে উঠেছে। প্রিয়দর্শন, আব্বাস-মাস্তানের নাম সেই তালিকায় আসে। আনন্দের সঙ্গে অক্ষয়ের নতুন জুটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ বাড়ছে। বিশেষত, পরপর দু’টি ছবির ঘোষণা বুঝিয়ে দিচ্ছে, এই জুটির ভিত বেশ পোক্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর