thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

সিনহার ঘটনায় তদন্ত কমিটির ছয় ঘণ্টার বৈঠক

২০২০ আগস্ট ০৪ ১৯:৪১:১০
সিনহার ঘটনায় তদন্ত কমিটির ছয় ঘণ্টার বৈঠক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনা ছয় ঘণ্টা বৈঠক করেছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে কক্সবাজার সার্কিট হাউজে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ৩টার দিকে।

বৈঠক শেষে কমিটির নেতৃত্বদানকারী চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বৈঠকে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। মাঠ পর্যায়ে যেখানে প্রয়োজন হয় সেখানে যাওয়া হবে। আগামী সাত দিনের মধ্যেই প্রতিবেদন জমা দেয়া হবে।’

কমিটিতে আছেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মনোনীত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লে. কর্নেল সাজ্জাদ, চট্টগ্রামের ডিআইজি মনোনীত অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি।
উচ্চ পর্যায়ের এই কমিটির বৈঠকের পর প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর