thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ক্ষুব্ধ শাকিব, দিলেন প্রতিবাদলিপি

২০২০ আগস্ট ০৬ ১৮:৫৬:০৭
ক্ষুব্ধ শাকিব, দিলেন প্রতিবাদলিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খান হঠাৎ ক্ষুব্ধ হয়েছেন। এমনকি সেই ক্ষোভ থেকে দিয়েছেন প্রতিবাদলিপিও। বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির বিরুদ্ধেই তিনি এই প্রতিবাদ জানিয়েছেন।

কিন্তু কেন? জানা গেলো, সম্প্রতি একাত্তর টিভিতে প্রচার হওয়া একটি প্রতিবেদনে শাকিবকে নিয়ে ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া তথ্য তুলে ধরা হয়েছে। আর এজন্যই শাকিব প্রতিবাদ জানিয়েছেন।

একাত্তর টিভির ওই প্রতিবেদনে বলা হয়, সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে নিষিদ্ধ হওয়ার পর শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের সহযোগিতায় শাকিব সিনেমায় ফিরে আসেন। কিন্তু এক পর্যায়ে সেলিম খানের সিনেমার শিডিউল ফাঁসিয়ে দেন শাকিব। এছাড়া সিনেমার কাজে খামখেয়ালি করে আর্থিক ক্ষতিও করেছেন বলে অভিযোগ করেন সেলিম খান।

তবে এসব তথ্য ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন শাকিব খান। তিনি তার প্রতিবাদলিপিতে স্পষ্টভাষায় বলেছেন, সেলিম খান আমার কয়েকজন কাছের মানুষের মাধ্যমে আমার কাছে এসেছেন এবং সিনেমা করার জন্য অনেক অনুরোধ করেছেন। আর সেজন্যই তার সিনেমায় কাজ করেছি। তাছাড়া আমি শিডিউল ফাঁসাইনি। বরং তিনিই আমার থেকে নেওয়া শিডিউলে কাজ সম্পন্ন করেননি। যার কারণে আমি অন্য সিনেমার কাজে ব্যস্ত হয়েছি।

গত বছর প্রযোজক সেলিম খানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের বড় অভিযোগ উঠেছিল। শাকিব খান জানান, সেসব কারণেই নীতিগত দিক থেকে তিনি সেলিম খানের সঙ্গে কাজ করা থেকে দূরে সরে এসেছেন।

একাত্তর টিভির ওই প্রতিবেদনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চ্যানেলটির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর প্রতি আহ্বান জানিয়েছেন শাকিব। অন্যথায় আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর