thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

গাজীপুরে কয়েদি পালানোর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

২০২০ আগস্ট ০৭ ১৯:২০:৩২
গাজীপুরে কয়েদি পালানোর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি পালানোর ঘটনায় ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ছয় জনকে আসামি করে মামলাটি করে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, কয়েদি পালানোর ঘটনায় ডিআইজি প্রিজনসহ তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় কাশিমপুরের জেল সুপার, জেলারসহ ছয়জনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

কাশিমপুর কারাগার-২ এর জেলার বাহারুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কয়েদি আবু বক্কর সিদ্দিক নিখোঁজ রয়েছে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানায়। হত্যা মামলায় প্রথমে তার ফাঁসির দণ্ড হয়। পরবর্তীতে আপিলে তার যাবজ্জীবন সাজা হয়।

২০১১ সালের ১৪ জুন আবু বক্করকে রাজশাহী কারাগার থেকে এ কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আসামিদের গণনার সময় থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর