thereport24.com
ঢাকা, রবিবার, ৯ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২ জিলহজ ১৪৪৫

করোনায় চক্ষু বিশেষজ্ঞ গোলাম মোস্তফার মৃত্যু

২০২০ আগস্ট ০৯ ০৯:৩৫:১৩
করোনায় চক্ষু বিশেষজ্ঞ গোলাম মোস্তফার মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. গোলাম মোস্তফা (৭৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই গোলাম মুনতাহা রাতুল।

শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. গোলাম মোস্তফা গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিপেন রায়েরপাড়ার বাসিন্দা মৃত হাজী মো. গিয়াসউদ্দিন প্রামাণিকের সন্তান। তবে তিনি দীর্ঘকাল ধরে রাজবাড়ী জেলা শহরের ১নং বেড়া ডাংগা এলাকার নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ১০-১২ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এরমধ্যে করোনার পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। এরপর হতে তিনি হোম আইসোলেশনে ছিলেন।

শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়া হলে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর