thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ডিএসই-সিএসইতে সূচকের বড় উত্থান

২০২০ আগস্ট ০৯ ১৫:২৬:২৫
ডিএসই-সিএসইতে সূচকের বড় উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ আগস্ট) সূচকের ব্যাপক উত্থানে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বাড়লেও, কমেছে সিএসইতে। এ নিয়ে টানা ১২ কার্যদিবস উভয় বাজারে সূচক বেড়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৫.১৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪৭.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৮.৩০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬৪.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৪০.৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯২ কোটি টাকা বেশি।

দিন শেষে ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তি রয়েছে ২০টির শেয়ার ও ইউনিট দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭৮.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৮.৯০ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ‌্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর