thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

২০২০ আগস্ট ১০ ১০:৪০:২৯
ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সাতক্ষীরা প্রতিনিধি: থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন স্বাস্থ্য বিভাগে চাকরি করা দুই ব্যক্তি। রবিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের পাশে মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কে এম রোকানুজ্জান লিটু মোল্লা (২৮) এবং খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রাম্মগাতি গ্রামের মৃত এস এম বিল্লাল হোসেনের ছেলে ও খুলনা আবু নাসের হাসপাতালের অফিস সহকারী এসএম শাকিব হোসেন (২৭)।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী ১৫০ সিসি মোটরসাইকেলে করে রবিবার রাত ১১টার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে সামনে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তাস্তর করা হয়েছে। খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি আটক করে চুকনগর নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১০আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর