thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ফের ব্যথানাশক ইনজেকশন নিলেন পিটারসেন

২০১৩ নভেম্বর ১০ ১৮:১৫:২৭
ফের ব্যথানাশক ইনজেকশন নিলেন পিটারসেন

দিরিপোর্ট২৪ ডেস্ক : অ্যাশেজ সিরিজে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন কেভিন পিটারসেন। হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠতে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তিনি।মাঠে নামতে প্রস্তুত এই ক্রিকেটারকে তাই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

৩৩ বছর বয়সী পিটারসেন প্রত্যাশা করছেন অ্যাশেজ সিরিজের আগে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাবেন তিনি। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

সর্বশেষ তিনি ইনজেকশন নেন গত বছরের আগস্টের অ্যাশেজ সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্ট জয়ের মাঝামাঝি সময়ে।ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলে ৭৮৮৭ রান করেছেন তিনি। গড় ৪৮.৩৮। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ড্র ম্যাচে অস্বস্তিবোধ করায় ব্যথানাশক ইনজেকশন নেন পিটারসেন। এর আগে মেরুদণ্ড ও অ্যাচিলিস ইনজুরি থেকে স্বস্তি পেতে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ছিলেন তিনি।

গত বছর নিউজিল্যান্ড সফরে মেরুদেণ্ডের সমস্যার জন্য দেশে ফেরৎ যান পিটারসেন।তখনই তার ডান হাঁটুর ইনজুরি বড় উদ্বেগ হয়ে দেখা দিয়ে ছিল। ইনজুরির জন্য হোম সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি।তার পরও সার্জারি করাতে রাজি হননি।

পিটারসনের ব্যথানাশক ইনজেকশন গ্রহণের বিষয়ে ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘আমি মনে করি না, এটা কোনো বড় ধরনের ইস্যু হয়ে যাবে। আগেও কয়েকবার ইনজেকশন নিয়েছিল পিটারসেন।সমস্যা সমাধানে ওটা দারুণ কাজ করেছে।’

আগামী ২১ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।

(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর