thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

অভিনয় থেকে বিরতি নিলেন সঞ্জয় দত্ত

২০২০ আগস্ট ১১ ২০:৪৪:৩০
অভিনয় থেকে বিরতি নিলেন সঞ্জয় দত্ত

দ্য রিপোর্ট ডেস্ক: চিকিৎসার জন্য অভিনয় থেকে সাময়িকভাবে বিরতিতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। মঙ্গলবার বিকালে এক টুইটে সঞ্জয় দত্ত একথা বলেন।

টুইটে তিনি লিখেছেন, চিকিৎসার জন্য কাজ থেকে শর্ট ব্রেক নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন। আর সবাইকে অনুরোধ করছি, অযৌক্তিক কল্পনা-জল্পনা করবেন না। খুব শিগগির ফিরে আসছি।

এর আগে গত ৮ আগস্ট সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সঞ্জয় দত্তকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

গুঞ্জন উঠেছিল, সঞ্জয় করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা এই গুঞ্জন উড়িয়ে দেন। শুধু তাই নয়, সঞ্জয়ের করোনা টেস্ট নেগেটিভ এসেছে।

সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘সড়ক টু’। আগামী ২৮ আগস্ট ডিসনি-হটস্টারে মুক্তি পাবে এটি।

(দ্য রিপোর্ট/আরজেড/১১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর