thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

পা পিছলে পড়ে আহত চিত্রনায়িকা পূজা

২০২০ আগস্ট ১২ ১৬:২৩:২২
পা পিছলে পড়ে আহত চিত্রনায়িকা পূজা

দ্য রিপোর্ট প্রতিবেদক: পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পূজা চেরি।

গতকাল (১১ আগস্ট) মধ্য রাতে সাভারের নিজ বাসায় বাথরুমে পা পিছলে পড়ে যান পূজা। এ সময় মাথা ও কপালে আঘাত পান তিনি। পূজার মা ঝরনা রায় বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বাথরুম থেকে বের হওয়ার অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটে। মাথায় অনেকখানি কেটে গেছে। প্রায় আড়াই ঘণ্টা লেগেছে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হতে।

করোনার কারণে রাতে হাসপাতালে যাননি পূজা। তবে চিকিৎসকের সঙ্গে কথা বলে তাকে ব্যথানাশক ও ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানান ঝরনা রায়।

শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন পূজা চেরি। নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শক মনে জায়গা করে নেন তিনি।

পূজা অভিনীত ‘শান’ সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। এম এ রাহিম পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসকিন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর