thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

এমপি খোকনসহ পরিবারের ৭ সদস্যের করোনা

২০২০ আগস্ট ১৪ ০৯:০১:০১
এমপি খোকনসহ পরিবারের ৭ সদস্যের করোনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের ৬ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য এবং তার পরিবারের সদস্য ছাড়াও জেলায় তিন সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০১ জন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৪টি নমুনা পরীক্ষার করা হয়। এর মধ্যে ১৪টি নেগেটিভ এবং ১০টি পজিটিভ আসে। সংসদ সদস্য ছাড়াও তার স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা, বড় ছেলে সাইফ, ছেলে ছেলে সামি, পরিবারের অন্য সদস্য শামীম পারভেজ, জাহিদুল ইসলাম ও রাশিদুল ইসলাম আক্রান্ত হয়েছেন।

জেলায় অন্য আক্রান্তরা হলেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসার তুহিন রহমান, মো. আমজাদ হোসেন এবং মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নজরুল ইসলাম।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, জেলায় আক্রান্তদের মধ্যে ১৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৭ জন। আর বাকি ১৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর