thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

৩ কিশোর নিহতের ঘটনায় মামলা, মরদেহ হস্তান্তর

২০২০ আগস্ট ১৫ ০৫:৫৫:৪৪
৩ কিশোর নিহতের ঘটনায় মামলা, মরদেহ হস্তান্তর

যশোর প্রতিনিধি: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত পারভেজের বাবা রোকা মিয়া কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। শুক্রবার (১৪ আগস্ট) এ মামলা দায়ের করা হয়। এদিকে, আজ সন্ধ্যার পর নিহত তিন কিশোরের মরদেহ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী জানান, নিহত পারভেজের বাবা খুলনার মহেশ্বরপাশা গ্রামের বাসিন্দা রোকা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। মামলা নম্বর ৩৫/১৪.০৮.২০২০।

তিনি আরও জানান, এ মামলার অজ্ঞাতনামা আসামিরা মূলত শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও বন্দিরা। পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করবে এবং তাদের আইনের আওতায় আনবে। পুলিশ নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে আসামি শনাক্ত করবে যাতে অহেতুক কেউ হয়রানির শিকার না হয়।

সন্ধ্যায় মামলা গ্রহণের পর নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর