thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সুশান্তের সবই ছিল রিয়ার নিয়ন্ত্রণে

২০২০ আগস্ট ১৫ ০৯:২৩:১৩
সুশান্তের সবই ছিল রিয়ার নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট ডেস্ক: সুশান্তকে কাছ থেকে দেখা মানুষদের একের পর এক বয়ানে তার মৃত্যুর তদন্তে নতুন মোড় নিচ্ছে। অ্যাম্বুলেন্স চালকের পর এবার সামনে এল সুশান্তের সাবেক গাড়ি চালক ধীরেনের বয়ান। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, সুশান্তকে নানারকম ভাবে উস্কানি দিতেন তার চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী।

ধীরেন বলেন, ‘একবার দেখেছি সুশান্ত স্যার বেশ অসুস্থ, যন্ত্রণায় কাতরাচ্ছেন, অথচ রিয়া ম্যাডাম পাশের ঘরেই পার্টি করছেন।’

রিয়া-সুশান্তকে খুব কাছ থেকে দেখার সুবাদে তিনি জানান, সব সময়ই নিজের মতামত সুশান্তের ওপর চাপিয়ে দিতেন রিয়া। নিজের ইচ্ছামতো কর্মী নিয়োগ করতেন। সুশান্তের নিয়োগ করা কর্মীদের সমানে ছাঁটাই করতেন। এসব নিয়ে সুশান্ত কিছু বলতে গেলে শুনতেন না রিয়া। মাঝে মাঝে এসব বিষয়ে ঝগড়াও হতো তাদের মধ্যে।

ধীরেন এও বলেন, সুশান্তকে সব সময় তার পরিবারের থেকে দূরে রাখার চেষ্টা করতেন রিয়া। অভিনেতার টাকাপয়সাও নিজের ইচ্ছা মতো খরচ করতেন তিনি। সুশান্তের যাবতীয় সিদ্ধান্ত তার হয়ে রিয়াই নিতেন। একদিন এসব নিয়ে ঝগড়া করে রেগে গিয়ে একটি পার্টির মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন সুশান্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর