thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইসলামী ব্যাংক যশোর জোনে শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০২০ আগস্ট ১৫ ২১:১০:৩১
ইসলামী ব্যাংক যশোর জোনে শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি: জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোন এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ইভিপি ও কুষ্টিয়া শাখা প্রধান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মোঃ মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা প্রধান মোঃ আশরাফুল আলম এবং ডাকবাংলা এসএমই শাখার ব্যাবস্থাপক মোঃ মাহফুজুল হক।

অনুষ্ঠানে যশোর জোনের সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন্সসহ জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোওয়া ও মোনাজাত করা হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৫,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর