thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

ইনকিলাব সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে শাহজাহান খানের মামলা

২০২০ আগস্ট ১৬ ১৫:১৩:০৪
ইনকিলাব সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে শাহজাহান খানের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। পরিবার নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে মামলাটি দায়ের করা হয়। শাজাহান খানের মামলার আইনজীবী সৈয়দ কামরুজ্জামান (মাহবুব) বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় এ এম এম বাহাউদ্দীনেরর পাশাপাশি কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলে জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর